Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনায় প্রাণ গেলো একজনের, শনাক্ত ৭৫

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ২০:২৭

করোনায় প্রাণ গেলো একজনের, শনাক্ত ৭৫

করোনাভাইরাস। ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক জন মারা গেছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৫ জন।

আজ মঙ্গলাবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৩২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৫৩২ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৩ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৪৮৯ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫