Logo
×

Follow Us

বাংলাদেশ

সাইবার নিরাপত্তা আইন নিয়ে যা বললেন গোয়েন লুইস

Icon

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১৫:৩১

সাইবার নিরাপত্তা আইন নিয়ে যা বললেন গোয়েন লুইস

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনা হয়েছে বলে শুনেছি, তা সত্য হলে আমি খুশি। আমি টেকিনক্যাল পারসন না, সাইবার নিরাপত্তা আইনটি দেখিওনি। তবে তারা যা করেছে, তা সত্যি হলে প্রশংসনীয়।

লুইস বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। আইনটিকে ভালোভাবে যাচাই করার মতো কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তি না আমি। কিন্তু এই পরিবর্তনেই আমি খুব খুশি। আইনে কি পরিবর্তন করা হয়েছে, তা আমাদের ভালো করে দেখতে হবে। তবে ঘটনা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন এখন আর নেই, সেখানে নতুন আইন প্রতিস্থাপন করা হয়েছে।’

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে মানবাধিকার ইস্যু নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫