Logo
×

Follow Us

বাংলাদেশ

১৯ অতিরিক্ত পুলিশ সুপার ও ৯ সহকারী পুলিশ সুপারকে বদলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ২১:৩৮

১৯ অতিরিক্ত পুলিশ সুপার ও ৯ সহকারী পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের লোগো।

পুলিশের ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার ও নয়জন সহকারী পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন (ছেড়ে দেবেন)। অন্যথায় আগামী ১৪ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে তারা অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫