Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনার প্রতিষেধক তৈরি, পিতা-পুত্রের জেল-জরিমানা

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১০:৪২

করোনার প্রতিষেধক তৈরি, পিতা-পুত্রের জেল-জরিমানা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি করে জেলে গেলেন পিতা-পুত্র। 

তারা হলেন- উপজেলার খামারগাও গ্রামের জসিম উদ্দিন ও তার ছেলে শাহীন মিয়া।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাতে খামারগাও গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যামে শাহীনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ছেলেকে সহযোগিতা করায় জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন জানান, ১৫ দিন আগে দিনের বেলা স্বপ্নযোগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ওষুধ তৈরির ফর্মূলা জানতে পারেন ওই দুইজন। এরপর বিভিন্ন জায়গা থেকে ওুষধ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে ওষুধ তৈরি করেন তারা। শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় মসজিদে জুম্মার নামাজের সময় তারা তাদের তৈরি ঔষধ সম্পর্কে মুসল্লিদের জানান।

পরে স্থানীয় লোকজন এ খবর প্রশাসনকে অবহিত করলে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে পিতা-পুত্রকে শাস্তি দেয়া হয়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫