Logo
×

Follow Us

বাংলাদেশ

মিরপুরে বস্তিতে আগুন লেগে মা, ছেলেমেয়ের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১৪:০৯

মিরপুরে বস্তিতে আগুন লেগে মা, ছেলেমেয়ের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে আগুন লেগে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের ‘ডি’ ব্লকের বাউনিয়া বাঁধ বস্তিতে আগুন লাগে।

তারা হলেন- কল্পনা বেগম (৩২), তার মেয়ে জান্নাত আক্তার (১২) ও ছেলে কাউসার হোসেন (১০)।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগুনে ছোট ছোট তিনটি ঘর পুড়ে যায়। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুড়ে যাওয়া একটি ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

রাতে ঘরের ভেতর মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পল্লবী থানার এসআই শাফিয়ার রহমান বলেন, সরকারি জমিতে ছোট ছোট টং ঘর তুলে ওই বস্তি গড়ে তোলা হয়েছে। কল্পনা তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তার স্বামী জুলফিকার রাতে প্রথম স্ত্রীর সঙ্গে অন্য জায়গায় ছিলেন। পাশের দুটি ঘরে আরো মানুষ ছিল, আগুন লাগার পর তারা বের হয়ে যেতে পারলেও কল্পনারা কেউ পারেনি।

স্থানীয়রা জানান, কল্পনার স্বামী জুলফিকার লেপ-তোষক বানানোর কাজ করেন। তাদের বাড়ি নাটোরে, আর কল্পনার বাড়ি শরিয়তপুরে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫