Logo
×

Follow Us

বাংলাদেশ

আনসারে বিদ্রোহের শাস্তি ‘মৃত্যুদণ্ড’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৭

আনসারে বিদ্রোহের শাস্তি ‘মৃত্যুদণ্ড’

আনসার ব্যাটেলিয়নের লোগো। ছবি: সংগৃহীত

আনসার ব্যাটেলিয়নে বিদ্রোহ বা ষড়যন্ত্র করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটেলিয়ান আইন-২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক প্রেস বিফ্রিংয়ে তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্রোহে প্ররোচনা, উপস্থিত থাকা, বিদ্রোহের তথ্য থাকলে অবহিত না করা এমন ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেয়ার মত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এছাড়া সরকারি বা ব্যাটালিয়নের সম্পদ চুরি, প্যারেডে অনুপস্থিত থাকা, বিনা নোটিশে অফিসে অনুপস্থিতির জন্যও আলাদা সাজার বিধান রাখা হয়ছে নতুন আইনে।

তিনি আরও বলেন, ছোট অপরাধরে জন্য ডিজির নেতৃত্ব বিচার হবে এবং বড় অপরাধে প্রচলিত আইনে বিচার হবে।

এর আগে গত বছরের ২৮ মার্চ ‘আনসার ব্যাটালিয়ন আইন-২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫