
জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি
যুগ্ম সচিব পদে ২২১ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতি পাওয়া ২২১ জনের মধ্যে ২১৫ জনের পদোন্নতি সোমবার (৪ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে। বাকি ৬ জন বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাই কমিশনে কর্মরত থাকায় তাদের পদোন্নতি পরবর্তী সময়ে কার্যকর হবে।