Logo
×

Follow Us

বাংলাদেশ

আজ ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯

আজ ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। ছবি: সংগৃহীত

চার দিনের সফরে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা।

৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তিনি ভাসানচর এবং কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন এবং জাতিসংঘ-সমর্থিত হস্তক্ষেপের প্রভাব নিজে পর্যবেক্ষণ করবেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস থেকে জানানো হয়, বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, কান্নি উইগনারাজা জাতিসংঘের সহকারী মহাসচিব ছাড়াও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫