
তাওহীদুল উলূহিয়্যাহের তিন নেতাকে গ্রেপ্তার করেছে এটিইউ। ছবি: সংগৃহীত
তাওহীদুল উলূহিয়্যাহ (আল জিহাদী) নামের একটি নতুন জঙ্গি সংগঠনের খোঁজ পেয়েছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বিশেষ অভিযান চালিয়ে সংগঠনটির শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তার করেছে এটিইউ।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) এটিইউ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান মো. আলীম মাহমুদ।
গ্রেপ্তাররা হলেন-মো.জুয়েল মোল্লাসহ (২৯), মো.রাহুল হোসেন (২১) ও মো. গাজিউল ইসলাম (৪০)।
এটিইউর প্রধান বলেন, গত চার মাসে আগে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও ঢাকা মহানগরীতে সিরিজ অভিযান চালিয়ে তিন জঙ্গিকে ধরা হয়। এই সংগঠনটির শীর্ষ নেতারা পুরনো কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তারা ফেসবুক ইউটিউবে বক্তব্য প্রচার করে তরুণদের উদ্বুদ্ধ করে সদস্য সংগ্রহ করছিল।
মো. আলীম মাহমুদ বলেন, মানুষের মনে ভীতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছিল নতুন এই জঙ্গি সংগঠনটি। তবে তাদের অর্থ যোগানদাতা কারা সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।