Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশ থেকে স্যালাইন কেনার অনুমোদন দিয়েছে সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৮

বিদেশ থেকে স্যালাইন কেনার অনুমোদন দিয়েছে সরকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাইল ছবি

দেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ২০ লাখ পিস আইভি ফ্লুইড স্যালাইন কিনবে সরকার। এর মধ্যে ১২ লাখ পিস সাধারণ স্যালাইন এবং ৮ লাখ পিস গ্লুকোজ স্যালাইন।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সরাসরি স্যালাইন কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারা দেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার সার্থে জরুরি প্রয়োজনে ১২ লাখ পিস সাধারণ স্যালাইন ১ হাজার এমএল এবং ৮ লাখ পিস গ্লুকোজ স্যালাইন ১ হাজার এমএল আইভি ফ্লুইড সরাসরি ক্রয় পদ্ধতিতে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫