
প্রতীকী ছবি।
আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এছাড়াও বৃদ্ধি পেয়েছে লেয়ার ও পাকিস্তানি মুরগীর দাম। তবে কমেছে সবজির দাম।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায় ব্রয়লার মুরগী প্রতি কেজি ২১০-২২০ টাকা। যা গত সপ্তাহে ১৮৫-১৯৫ টাকায় বিক্রি হয়েছে। লেয়ার ৩৪০-৩৫০ টাকা, পাকিস্তানি মুরগী ৩৪০-৩৫০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা।
এদিকে মাছের বাজারে কিছুটা কমেছে পাঙ্গাসের দাম। ২০০ টাকা মধ্যে পাওয়া যাচ্ছে এই ছোট মাছ। তবে আগের দামেই তেলাপিয়া ২৩০ থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছে। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ৩২০ থেকে ৪০০ টাকা। এছাড়াও পাবদা টেংরা, কই, বোয়াল, চিতল, আইড় ও ইলিশ মাছের দাম সাধারণ নাগালের বাইরে চলে যাচ্ছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেগুন ও শসার দাম কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। বিভিন্ন বাজারে বেগুন ও শসা ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। যা গত সপ্তাহে ছিলো ৬০-৭০ টাকা কেজি।
এক সবজি বিক্রেতা বলেন, সবজির দাম কমেছে গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে পটল বিক্রি করেছিলাম ৭০-৮০ টাকা, এখন বিক্রি করি ৫৫ টাকা কেজি। সিম কেজি ৩০ টাকা।