Logo
×

Follow Us

বাংলাদেশ

ভুবনকে গুলির ঘটনায় একজন গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩০

ভুবনকে গুলির ঘটনায় একজন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ভুবন মারা গেছেন। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে গুলিবিদ্ধ অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল (৫৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক।

আজিমুল হক বলেন, যারা গুলি করেছে তাদের একজনকে আমরা গ্রেপ্তার করেছি। আগামীকাল (মঙ্গলবার) তার নাম পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।

এর আগে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝামাঝি সড়ক দিয়ে ভাড়ায় মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। তার মাথা ভেদ করে বেরিয়ে যায় গুলি। শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত হন ভুবন। তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ভুবনকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার মারা যান ভুবন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫