Logo
×

Follow Us

বাংলাদেশ

১০০ গ্রাম ওজনে মাছ-মাংস কেনার অধিকার চেয়ে মানববন্ধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৪

১০০ গ্রাম ওজনে মাছ-মাংস কেনার অধিকার চেয়ে মানববন্ধন

জাতীয় পরিবহন হকার্স নীতিমালা প্রণয়নের দাবিতে’ মানববন্ধন। ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে কেজি দরে মাছ, মাংস খেতে পারছে না বলে অভিযোগ করে নিম্ন আয়ের মানুষদের স্বার্থে সর্বনিম্ন ১০০ গ্রাম ওজনে মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম। 

হকারদের পুনর্বাসনের জন্য ঢাকার আশপাশে সরকারি খাস জমিতে হকার্স পল্লী গড়ে তোলারও দাবি জানান তারা।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় পরিবহন হকার্স নীতিমালা প্রণয়নের দাবিতে’ আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হকাররা বাংলাদেশের অর্থনীতিতে সামান্য হলেও ভূমিকা পালন করে। তবে আমাদের এই পেশায় কোনো ভবিষ্যৎ বা নিশ্চয়তা নেই। এজন্য পরিবহন হকারদের স্থায়ীভাবে ব্যবসা পরিচালনার স্বার্থে হকার্স মার্কেট নির্মাণ করে তাদের মধ্যে দোকান বরাদ্দ দিতে হবে। তাদের পরিবারের জন্য প্রতিটি হাতপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তাদের দাবিগুলো হলো-

১. জাতীয় হকার্স নীতিমালা প্রণয়ন করতে হবে।

২. হকারদের পুনর্বাসনের জন্য ঢাকার আশপাশে সরকারি খাস জমিতে হকার্স পল্লী গড়ে তুলতে হবে।

৩. হকারদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র জমা রেখে সহজ শর্তে, সুদমুক্ত ঋণ দিতে হবে।

৪. হকারদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০ কোটি টাকার হকার্স তহবিল গঠন করতে হবে।

৫. নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য রেশনিং প্রথা চালু করতে হবে।

৬. নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস সর্বনিম্ন ১০০ গ্রাম বিক্রি বাধ্যতামূলক করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫