মরক্কোর রাষ্ট্রদূতের বাসায় ২১ দেশের কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৬

ঢাকায় মরক্কো দূতাবাস। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে মরক্কোর রাষ্ট্রদূতের বাসভবনে ২১ দেশের কূটনীতিক এক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হন।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মরক্কোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডীন কর্তৃক আয়োজিত চা-চক্রের মধ্যে দিয়ে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, রাশিয়া ও পাকিস্তানের রাষ্ট্রদূতসহ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ দেশের কূটনীতিক। মরক্কো দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
সেখানে উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চাল্স হুইটলি, ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল আসান জুনিয়র, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান, নেপাল রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
এছাড়াও ছিলেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেইগফ্রাইড রেঙ্গলি, থাইল্যান্ডের রাষ্ট্রদূত ম্যাখৌদি সুমিতমোর, মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাথ সামের, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুইরেন, ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো অ্যান্টোনিও।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আলী আল হামৌদি, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি, মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মো. হাশেম, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে।
আরও উপস্থিত ছিলেন লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মোতালিব এস এম সুলিমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হার্তান্তো সুবোলো, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার কামার আব্বাস খোকার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিকো ডি এসিস বেনিতেজ সালাস ও শ্রীলংকান ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপিটিয়া।