Logo
×

Follow Us

বাংলাদেশ

বৈশ্বিক উদ্ভাবন সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫২

বৈশ্বিক উদ্ভাবন সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও)। ছবি: সংগৃহীত

বৈশ্বিক উদ্ভাবন সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বেসরকারি খাতে ঋণের সম্প্রসারণ এবং দেশের অভ্যন্তরীণ শিল্প বহুমুখীকরণ সূচকে অন্য দেশের তুলনায় পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের অবস্থান ৩ ধাপ নিচে নামলো।

জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) উদ্ভাবন সূচকে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০২তম- ২০২৩ সালে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৫ তম। ১৩২টি দেশের মধ্যে এই সূচক করা হয়। তবে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক ধাপ এগিয়ে সপ্তম হয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অবস্থান ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পেছনে হলেও দক্ষিণ এশিয়ায় নেপালের চেয়ে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, এ বছর বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে আছে সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫