Logo
×

Follow Us

বাংলাদেশ

শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ১২:২১

শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

তিন মাসের অগ্রিম বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে। ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশনের শ্রমিকরা সড়ক অবরোধ করছেন। ফলে আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত যান চলাচল ব্যহত  হচ্ছে। 

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর)  সকাল ৮টার পর থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। 

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন আলী বলেন, গার্মেন্টস শ্রমিকরা আজকেও শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে শেওড়াপাড়া ও কাজিপাড়া এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

জানা গেছে, তিন মাসের অগ্রিম বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে। এদিকে, দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করায় ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে গতকাল বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। জে কে ফ্যাশনের কারখানা মিরপুর শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করে বলছেন, কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ গার্মেন্টসটি বন্ধ করতে চাচ্ছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫