ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জাসদের বিক্ষোভ মিছিল

সিনিয়র রিপোর্টার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ২১:০৩

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। ফাইল ছবি
ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে মিছিল শুরুর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি প্রেসক্লাব এলাকা ঘুরে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন ও তোপখানা এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন- জাসদের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, তথ্য গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ নেতা হুমায়ুন সরদার, জাকির হোসেন, জাসদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যুগের পর যুগ ইসরায়েলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ফিলিস্তিনিদের জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের প্রতি জাসদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বক্তারা।