Logo
×

Follow Us

বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ২০:২৬

যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেয়ার কিছু নেই, সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মার্কিন প্রাক নির্বাচনী মিশনের পরামর্শ স্বাগত জানায় ঢাকা। সংলাপ তো আমরা করছিই, তারা চাইলে তারাও করুক, কোনো আপত্তি নেই।

আজ রবিবার (১৫ অক্টোবর) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংলাপের পক্ষে সবসময়ই। সব দল মত নির্বিশেষে আলাপ করি আমরা। তাদের কথা (যুক্তরাষ্ট্র) তারা বলেছে, আমাদের এতে গুরুত্ব দেয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।

মন্ত্রী বলেন, নির্বাচন একটা খেলা, বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়, গণমাধ্যমও উস্কানি দেয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ‘পয়সার অভাবে’ পর্যবেক্ষক পাঠাচ্ছে না জানিয়ে তিনি বলেন, ইউরোপিয়ান কমিশন বলছে তাদের পয়সার অভাব এবং সেই কারণে তারা বড় প্রতিনিধি দল পাঠাতে পারবে না। তারা বলছে যে তারা একটি ছোট দল পাঠাবে। যদি ওই ছোট দলের থাকা-খাওয়া এবং আসা-যাওয়ার খরচ আমরা দেই। আমরা এগুলোতে খুব একটা আগ্রহী নই।

ইউরোপিয়ান কমিশন থেকে এ বিষয়ে একটি চিঠি এসেছে জানিয়ে মন্ত্রী জানান যে তারা লিখেছেন তাদের পয়সার অভাব, অমুক সমুক, অল্প সময়ের ভিতরে ব্যবস্থা করতে পারবে না। সেই কারণে তারা ছোট একটি দল পাঠাবে। কিন্তু তারা দল পাঠাবে যদি দলের ব্যয়ভার সরকার বহন করে।

মন্ত্রী বলেন, পর্যবেক্ষকের দরকার নেই, আমার দরকার ভোটার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫