Logo
×

Follow Us

বাংলাদেশ

বিএনপি নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ১৩:৪৭

বিএনপি নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বিএনপির সব কাজই ধ্বংসাত্মক, এই বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আন্দোলনে আপত্তি নেই, আগুন সন্ত্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না। আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ এবং সম্পদের ক্ষতি করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। 

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা প্রতিদিন আন্দোলন করছে। তারা নাকি আমাদেরকে হটিয়ে দেবে। ঠিক আছে তারা আন্দোলন করতে থাকুক। আমার তো জনগণ আছে। জনগণের কল্যাণ করাই আমার লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি।’

এসময় ফিলিস্তিন পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্যাতনের শিকার তাদের পক্ষে যারা কথা বলেন না, তারা আবার সরকারের পদত্যাগের দাবি জানায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে তারা (ইসরায়েলিরা) হাসপাতালে হামলা করে শিশু হত্যা করেছে। আর আমাদের অনেকেই আছেন যারা তাদের বিরুদ্ধে নির্যাতিতের পক্ষে কোনো কথা বলেন না। পাছে যারা বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে, তারা যদি নাখোশ হন।’

বিশ্ব নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। যে টাকায় অস্ত্র কেনা হচ্ছে সেই টাকা শিশুদের উন্নয়নে কাজে লাগান।’

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় স্বয়ংক্রিয় মোটর যান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন ও সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫