Logo
×

Follow Us

বাংলাদেশ

নদী কমিশনের চেয়ারম্যানকে অপসারণে বাপার উদ্বেগ

Icon

সিনিয়র রিপোর্টার

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১৬:০৯

নদী কমিশনের চেয়ারম্যানকে অপসারণে বাপার উদ্বেগ

নদী কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী। ছবি: সংগৃহীত

সরকার কর্তৃক নদী কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরীকে অপসারণের প্রতিবাদে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

আজ সোমবার (২৩ অক্টোবর) বাপা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার এবং সাধারণ সম্পাদক আলমগীর কবির এ সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বাপা নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারলাম যে, ১৮ অক্টোবর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরীকে অপসারণ করা হয়েছে। গত সেপ্টেম্বরে নদী দিবসের একটি সেমিনারে তিনি বলেছিলেন “চাঁদপুরের মেঘনা নদী থেকে বালু উত্তোলনকারী সিন্ডিকেটের পেছনে একজন নারী মন্ত্রীর হাত রয়েছে”। এই বক্তব্যের দুদিন পরই চৌধুরী গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন ভাবে ‘হুমকি’ পাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। ধারনা করা হচ্ছে এমন বক্তব্য দেওয়ার জন্য তাকে পদ থেকে অপসারণ করা হলো। তিনি স্বপদে থাকা অবস্থায় দেশের ৪৮টি নদীর দখলদারদের নিয়ে তৈরি একটি তালিকা প্রকাশ করছে জাতীয় নদী রক্ষা কমিশন। কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে অনেকের নাম বাদ দেয়া হচ্ছে। চার বছর সমীক্ষা চালিয়ে ৪৮টি নদী দখলে ৩৮ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছিল।

নদী দখল-দূষণকারি ও বালু উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় ড. মঞ্জুর আহমেদ চৌধুরীকে অপসারণ করার মধ্যদিয়ে সত্যের কণ্ঠ রোধ করা হয়েছে বলে আমরা মনে করি। সরকারের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে বাপা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫