Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে সামাজিক দূরত্ব মানছেন না শ্রমজীবীরা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১০:২৯

নাটোরে সামাজিক দূরত্ব মানছেন না শ্রমজীবীরা

নাটোর থেকে ট্রাকে উঠে ঢাকাগামী হচ্ছেন শত শত গার্মেন্টস কর্মী। ট্রাকে গাদাগাদি করে ছুটতে গিয়ে মানছেন না সামাজিক দূরত্ব রীতি। এতে বাড়ছে করোনা ঝুঁকি।

শনিবার নাটোর-ঢাকা হাইওয়ে দেখা যায়, ঢাকায় বিভিন্ন গার্মেন্টসে কর্মরত নাটোরের কর্মীরা ট্রাকে ছুটছেন ঢাকায়। ট্রাকের মধ্যে গাদাগাদি করে দাঁড়িয়ে ও বসে রয়েছে নারী-পুরুষ-শিশুসহ শত শত মানুষ।

ফলে তারা মানছেন না সামাজিক দূরত্ব। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

নাটোর সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবু হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, একটি ট্রাক থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসা করা হলে তারা জানায়, বেতন নিতে তারা ঢাকা ছুটছেন।

পরে একটি গার্মেন্টস কোম্পানির দায়িত্বরত ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অনলাইনে বা বিকাশে টাকা পাঠানো যায় কিনা জানতে চান তিনি।

জবাবে ওই কর্মকর্তা জানান, মালিক পক্ষের সিদ্ধান্তের বাইরে তাদের কিছুই করার নেই।

নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে যেখানে সমস্ত দোকান বন্ধ করা হয়েছে, বন্ধ করা হচ্ছে সাপ্তাহিক হাটসহ সমস্ত গণ-জমায়েত। ঢাকায় গমনে করোনার ঝুঁকি বাড়বে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫