Logo
×

Follow Us

বাংলাদেশ

সদরঘাটে তল্লাশি, সন্দেহভাজন ৮০ জন আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১২:৫২

সদরঘাটে তল্লাশি, সন্দেহভাজন ৮০ জন আটক

বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে সকাল থেকে সন্দেহভাজন অন্তত ৮০ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকালে লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের এডিসি মো. বদরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এডিসি মো. বদরুল হাসান বলেন, ‘শনিবার সকাল থেকেই কঠোর তল্লাশি চলছে। কেউ যেন কোনো নাশকতা না করতে পারে সেজন্য তল্লাশি করা হচ্ছে। যাদের সন্দেহভাজন মনে হয়েছে ও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদেরকেই আমরা আটক করেছি। আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হবে।’

সদরঘাটে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সময় লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, ‘নিরাপত্তার জন্যই আমরা সকাল থেকেই সদরঘাট অনেক পুলিশ সদস্যকে মোতায়ন করেছি। যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে আমরা তাদেরকেই তল্লাশি করা হচ্ছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫