
রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এরমধ্যে পুলিশ ও সাংবাদিকের মোটরসাইকেলও রয়েছে।
আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে এসব মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় সন্দেহভাজন বিএনপির নেতাকর্মীরা।
অন্যদিকে রাজধানীর সেগুনবাগিচায় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়। এ সময় লাঠিসোঁটা হাতে নিয়ে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল (৩২) নিহত হয়েছেন।