Logo
×

Follow Us

বাংলাদেশ

আটকের পর যা বললেন বাইডেনের কথিত উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১৫:০০

আটকের পর যা বললেন বাইডেনের কথিত উপদেষ্টা

জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরেফি। ছবি: সংগৃহীত

মিয়া আরাফি দাবি করেছেন তাকে মিসলিড করে কিছু বিষয় শিখিয়ে বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, রাস্তায় পুলিশের অনেক ব্যারিকেড দেখে ভয় পেয়ে বলি যে, আমি নিজেকে সুরক্ষিত মনে করছি না। এখানে আমার জন্যে যাওয়া ঠিক হবে না। কিন্তু তারপরেও আমাকে সেখানে নিয়ে গিয়ে মিসলিডিং করে আমাকে দিয়ে সংবাদ সম্মেলনে কথা বলানো হয়েছে।

আজ সোমবার (৩০ অক্টোবর) এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) হেফাজতে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা মিঞা জাহিদুল ইসলাম আরেফী (মিয়ান আরাফী)।

তিনি আরও বলেন, লে. জেনারেল হাসান সোরাওয়ার্দী ২৮ অক্টোবর বিকাল ৩টার সময় আমাকে আমার বাসা থেকে বিএনপির পার্টি অফিসে নিয়ে যান। সেখানে আমাকে দিয়ে তারা বক্তব্য দেয়ান। সেখানে ইশরাকও উপস্থিত ছিলো। আরও ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল। আমি তাকে চিনি না কোনোদিন দেখিনি। তারপর একটি ঘোষণা দেয়া হলে নিচে অপেক্ষারত নিউজ-মিডিয়ার লোকজন উপরে আসেন। সেখানে আমাকে দিয়ে বক্তব্য দেয়া হয়। 

মিয়া আরাফি বলেন, সেখানে লে. জেনারেল হাসান সোরাওয়ার্দী, বিএনপির নেতা অ্যাডভোকেট বেলাল ও ইশরাক হোসেন আমাকে বাইডেনের উপদেষ্টা হিসেবে উপস্থাপন করেছেন। আসলে এটি সত্য নয়। তারা আমাকে বিভ্রান্ত করে মিথ্যাভাবে উপস্থাপন করেছেন।

তিনি বলেন, আমার এটা ভুল হয়েছে। আমি জানতাম না এত বড় অন্যায় হয়েছে। পুলিশ সদস্য মারা গেছেন, শত শত মানুষ আহত হয়েছেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে। এগুলো আমি কিছুই জানতাম না। আমি খুবই দুঃখিত। আমাকে পুরো শিখিয়ে দিয়ে বলানো হয়েছে। 

উল্লেখ্য, গতকাল রবিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাহিদুল ইসলাম আরেফীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫