Logo
×

Follow Us

বাংলাদেশ

দাউদকান্দিতে আরো ৬ পরিবার লকডাউন

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৩:৫১

দাউদকান্দিতে আরো ৬ পরিবার লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণের কারণে কুমিল্লার দাউদকান্দিতে আরো ছয় পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামের কবির হোসেনের (৪৭) বাড়ির ৬টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে একই উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের সাত পরিবারকে লকডাউন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনুল আলম সুমন বলেন, সোমবার সকালে ভেলানগর গ্রামের কবির হোসেনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কবির হোসেনের অসুস্থতা করোনা উপসর্গের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে তার বাড়ির ছয়টি পরিবারকে লকডাউন করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশের একজন অফিসারসহ, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবকের ছয়জন সদস্যের পাহারায় লকডাউন থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫