Logo
×

Follow Us

বাংলাদেশ

যাত্রাবাড়ীতে বাসে আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ২০:১৭

যাত্রাবাড়ীতে বাসে আগুন

বাসে আগুন। প্রতীকী ছবি

বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিন সন্ধ্যায় যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম।

পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট এ আগুন নেভায় বলে তিনি জানান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এর আগে দুপুর আড়াইটার দিকে বাড্ডার শাহজাদপুর এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছিল।

আরেক ঘটনায় ‘বাসে আগুন দিতে যাওয়ার’ অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুইজনকে আটকের কথা জানায় পুলিশ।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর থেকে তিন দফার অবরোধের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া ও ভাঙচুরের খবর আসছে।

তৃতীয় দফার অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশজুড়ে ১৩ যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫