Logo
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় কমিটির প্রধান হয়েও অসহায় স্বাস্থ্যমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৮:৩৭

জাতীয় কমিটির প্রধান হয়েও অসহায় স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে কোভিড–১৯ বিষয়ক জাতীয় সমন্বয় কমিটি’ গঠন করা হলেও এর প্রধান হিসেবে কার্যক্রমের অনেক কিছুই জানেন না বা তাকে জানানো হয় না বলে আক্ষেপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি এক সভায় জাহিদ মালেক এমন অসহায়ত্ব প্রকাশ করেন।

তিনি বলেন, একটা ন্যাশনাল কমিটি ফর্ম করা হয়েছে, সে ন্যাশনাল কমিটির চেয়ারম্যান আমাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কিন্তু ন্যাশনাল কমিটিতে যে সমস্ত সিদ্ধান্ত হচ্ছে, সে সিদ্ধান্তগুলো আমাদের নলেজে (জানা) নেই। কখন ফ্যাক্টরি খোলা হবে, বা হবে কি না, এ বিষয়ে আমরা জানি না। কখন মসজিদে নামাজ কীভাবে হবে বা আলোচনা, সে বিষয়ে আমরা জানি না এবং কখন রাস্তা খুলে দেবে, বন্ধ করে দেবে, এ বিষয়ে আমরা জানি না। স্বাস্থ্য বিষয় বাদে কোনো ধরনের বিষয়ে আমাদের সাথে আলোচনা হয় না, হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সাংবাদিকের প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তাদের আমি সদ্যুত্তর দিতে পারি না। শুধু দেশের সাংবাদিকরা নন, আজকাল আমাকে বিদেশ থেকেও অনেক সাংবাদিক ফোন করেন। ফোনে ইন্টারভিউ নেন, ফোনে-টেলিভিশনে যুক্ত হন তারা। এ সমস্ত বিষয়ে আলোচনা করে এবং অনেক সময় দোষও দেয়। আপনি যদি এ কমিটির মাধ্যমে থাকেন তাহলে এই সিদ্ধান্তগুলো আপনি জানেন না কেন? এটাও একটা সমস্যা। আমি সচিব সাহেবকে বলেছি, এ বিষয়ে আলোচনা করে আমাদের কাছ থেকে সিদ্ধান্ত না নিলেও অন্তত পরামর্শ করতে পারে। তখন আমরা আমাদের পরামর্শ আমাদের ওপিনিয়নটা দিতে পারি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫