Logo
×

Follow Us

বাংলাদেশ

টাঙ্গাইলে সামাজিক দূরত্ব না মানায় লাঠিপেটা

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ১৫:৪৪

টাঙ্গাইলে সামাজিক দূরত্ব না মানায় লাঠিপেটা

টাঙ্গাইলে করোনা সংক্রমণ প্রতিরোধে হাট-বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি ও পৌরসভা মারমুখী পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরের নিরালা মোড়ে সামাজিক দূরত্ব না মানায় লাঠিপেটা করা হয় পথচারীদের।

এছাড়াও শহরের পার্ক বাজার, পাচআনি বাজার ও ছয়আনি বাজারে লাঠি অভিযান পরিচালনা করেন তারা। পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকাতে সতেচনতামূলক প্রচার প্রচারণা চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খান আহমেদ শুভ, পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, কাউন্সিলর আমিনুর রহমান আমিন প্রমুখ।

এদিকে রাস্তায় বের হওয়ার কারণ জানতে তৎপর ভূমিকা পালন করছে জেলা প্রশাসন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫