Logo
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে জ্বর-মাথাব্যথায় নারীর মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৯:১৮

জামালপুরে জ্বর-মাথাব্যথায় নারীর মৃত্যু

জামালপুরের মেলান্দহে মাথাব্যথা, জ্বর ও বমিতে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার চরবানিপাকুরিয়া ইউিনয়নের ভাবকী ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চরবানিপাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টু জানান, ৩/৪ দিন আগে মেলান্দহ আদিপৈত এলাকার ৪০ বছর বয়সী এক নারী ভাবকী ব্যাপারীপাড়ায় তার আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন। 

তিনি বলেন, এরপর ওই নারীর মাথাব্যথা, জ্বর দেখা দেয়। মঙ্গলবার জ্বর, মাথাব্যথার সাথে বমি শুরু হলে বিকেলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক বলেন, ‘মৃত নারীটির আত্মীয়-স্বজনরা জানিয়েছেন তার কোনো অসুখ ছিল না। মঙ্গলবার হঠাৎ বমি হওয়ার পর মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি স্ট্রোকে মারা গেছেন। তবুও সন্ধ্যা ৬টার দিকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

মঙ্গলবার  মেলান্দহ উপজেলায় মোট সাত জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।’

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, ওই নারী করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫