পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১২
পটুয়াখালীতে সদর উপজেলার পাটুখালী এলাকায় সড়ক দুর্ঘটনায়
সজল (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা
ঘটে।
স্থানীয় বাসিন্দা রফিক মিয়া সাম্প্রতিক দেশকালকে জানান,
সাকারিয়া থেকে পটুয়াখালী যাওয়ার পথে পাটুখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সজলের মৃত্যু
হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর
রহমান সাম্প্রতিক দেশকালকে জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।