Logo
×

Follow Us

বাংলাদেশ

পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন: বিপ্লব কুমার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ২১:১৪

পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন: বিপ্লব কুমার

ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন নয় বরং তা সংরক্ষণ করাই পুলিশের কাজ।

আজ রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে একটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে সম্প্রতি পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বিপ্লব সরকার বলেন, কেউ যদি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা বাংলাদেশ পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে, তাহলে এটি হবে একটি ঢালাও মন্তব্য। এটি ভিত্তিহীন, অমূলক ও সর্বজনীনভাবে মিথ্যা অভিযোগ। বিশেষ উদ্দেশে অনেক সময় এ ধরনের অভিযোগ করা হয়ে থাকে।  

মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় পুলিশ সব সময় ভুক্তভোগীদের পাশে দাঁড়ায় উল্লেখ করে তিনি বলেন, আমরা মানবাধিকার রক্ষায় সব সময় কাজ করি। কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে আমরা তাকে নিরাপত্তা দিই। আমরা বরং মানবাধিকারকে সম্মান করি, রক্ষা করি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫