Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার ১৫টি আসনে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১৯

ঢাকার ১৫টি আসনে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি আসনে প্রার্থী হতে মোট ১৮৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ৬৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আজ সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। নানা অনিয়মের কারণে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম এসব মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

যাচাই-বাছাই শেষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা ঘোষণা করে।

রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত তথ্য অনুযায়ী, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত ১৫টি আসনে আওয়ামী লীগের ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ হয়েছে। এ ছাড়া, অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ আরও ১০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫