Logo
×

Follow Us

বাংলাদেশ

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ২১:০৬

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

ক্ষতিগ্রস্ত বাস। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসের এক যাত্রী বলেন, বাসটি গাবতলী থেকে যাত্রী ভরে নতুন বাজারের দিকে যাচ্ছিল। আমি বাসের সামনের দিকে দ্বিতীয় সিটে বসা ছিলাম। কিন্তু উত্তর বাড্ডা আসার পর দেখি পেছন থেকে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেছেন। মুহূর্তেই দেখি- বাসের পেছন দিক দিয়ে আগুন জ্বলছে আর পুরো বাসে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ফায়ার কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পায়। তাৎক্ষণিকভাবে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কীভাবে এ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫