Logo
×

Follow Us

বাংলাদেশ

সাবেক আইজিপি নূরুল আনোয়ার মারা গেছেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ২২:২৩

সাবেক আইজিপি নূরুল আনোয়ার মারা গেছেন

সাবেক আইজিপি নূরুল আনোয়ার। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বীর মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার মারা গেছেন। ক্যান্সার আক্রান্ত হয়ে আজ রবিবার (১০ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রাজারবাগ পুলিশ লাইনে প্রথম এবং নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

নুরুল আনোয়ার ১৯৫০ সালে ৩১ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। চাকরিজীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমার সর্বশেষ মহকুমা পুলিশ প্রশাসক ছিলেন। এছাড়া তিনি চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, রাঙামাটিসহ পাঁচ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপকমিশনার ছিলেন।

অবসরকালে তিনি দেশের অগ্রগতি-উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকার লেখালেখি করতেন। পাশাপাশি তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে নিয়মিত টকশোতে অংশ নিতেন। সমাজ, প্রশাসন ও ইতিহাস বিষয়ে তার অনেকগুলো বই প্রকাশ হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫