Logo
×

Follow Us

বাংলাদেশ

২য় পর্বের আপিল শুনানি

প্রার্থিতা ফেরত পেলেন ৫১ জন, হারালেন ৪১

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫

প্রার্থিতা ফেরত পেলেন ৫১ জন, হারালেন ৪১

নির্বাচন কমিশন। ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় পর্ব শেষ হয়েছে আজ।

আজ সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আবেদনের ওপর শুনানি শুরু হয়। আপিল করে শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। প্রার্থীতা খারিজ হয়েছে ৪১ জনের আর একটি আপিলের বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ৭৪৭ স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ৫৬১ জন প্রার্থী আপিল করেন। আপিল শুনানি চলছে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫