টাঙ্গাইলে ড্রেনে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১১:৫৯

টাঙ্গাইলের ম্যাপ।
টাঙ্গাইলের মির্জাপুরের বানাইল ইউনিয়নের পাঁচচামারি গ্রামের ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পাঁচচামারি গ্রামের পল্টন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তিকে ছেড়া কাপড় পড়ে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। সকালে রাস্তার নিচে পানি যাওয়ার ড্রেনে তার লাশটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি সায়েদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কাল রাতের কোনো একসময় ওই ব্যক্তি ড্রেনে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।