Logo
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচনী পোস্টার নিয়ে নির্দেশনা দিলো ইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৫

নির্বাচনী পোস্টার নিয়ে নির্দেশনা দিলো ইসি

নির্বাচন কমিশন ভবন। ছবি: ফাইল

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সারাদেশে প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। এ অবস্থায় নির্বাচনী পোস্টারে প্রতীক ও ছবি ব্যবহার নিয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো-

১. প্রার্থীদের প্রতীকের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা তিন মিটারের বেশি হওয়া যাবে না।

২. নির্বাচনী পোস্টার সাদা-কালো রঙের হবে। আর আয়তন হতে হবে অনধিক ৬০ সেন্টিমিটার × ৪৫ সেন্টিমিটার।

৩. কাপড় ব্যানার ছাড়া প্লাস্টিকের ব্যানার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক তিন মিটার × এক মিটার হতে হবে।

এছাড়া প্রার্থীরা দলীয় প্রতীক, দলীয় প্রধান ও নিজের ছবি ছাড়া অন্য কারোর ছবি ব্যবহার করতে পারবেন না। তবে, স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন বলেও নির্দেশনায় বলা হয়।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫