Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনা শনাক্তের হার আড়াই শতাংশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭

করোনা শনাক্তের হার আড়াই শতাংশ

অ্যান্টিজেন টেস্ট। প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ৪৩৯টি। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। গতকাল এই হার ২ দশমিক ৩৮ শতাংশ ছিল। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫