পোস্টার-ফেস্টুনে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৫

নির্বাচন কমিশনের (ইসি) লোগো। ছবি: সংগৃহীত
বৃষ্টি, কুয়াশাসহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির হাত থেকে নিজের পোস্টার রক্ষা করতে সংসদ নির্বাচনের প্রার্থীদের কেউ কেউ পলিথিন ব্যবহার করে থাকেন। কেউ আবার পোস্টার লেমিনেটিং করেও টানিয়ে দেন। কিন্তু নির্বাচন শেষে এসব পলিথিনে মোড়ানো পোস্টার পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের তা বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি।
ইসির উপসচিব মো. আতিয়া রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিন ব্যবহারে বাধা। জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো বা নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচার কাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার বন্ধের ব্যবস্থা নিতে হবে।