Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৮

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পাওয়ার দৌড়ঝাঁপ চলছে সর্বোচ্চ আদালতে। এদিন চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪ জন, প্রার্থিতা ফেরাতে নতুন করে হাইকোর্টে আবেদনও করেছেন কয়েকজন। তবে শেষ মুহূর্তে প্রার্থিতা সংক্রান্ত নতুন রিট আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের আইনজীবী, বিষয়টি বিবেচনার আশ্বাস হাইকোর্টের।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন ৪ জনের। তারা হলেন– সিরাজগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম, বগুড়া-৭ আসনের মোহাম্মদ আমজাদ হোসেন, নড়াইল–২ আসনের মো মো নুরুল ইসলাম ও ময়মনসিংহ-১০ আসনের কায়সার আহম্মদ। 

এদিন বরিশাল–৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আইনজীবী আদালতকে জানিয়েছেন তার নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নিষ্পত্তি করেছে অস্ট্রেলিয়ার সরকার। 

এদিকে, হাইকোর্টে নতুন করে শুনানি না হলেও জমা পড়েছে প্রার্থিতা সংক্রান্ত বেশ কয়েকটি আবেদন। 

এব্যাপারে নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, এভাবে প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদন চলতে থাকলে শেষ মুহূর্তে এসে তা নির্বাচন আয়োজনের জটিলতা বাড়াতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫