Logo
×

Follow Us

বাংলাদেশ

৭ দিন আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৫:১৯

৭ দিন আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান বিচারপতিসহ সকল বিচারপতিদের কাছে আমাদের এই কোর্ট বর্জনের সিদ্ধান্তের জানিয়ে দেয়া হবে।

শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫