Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা, আকাশ কুয়াশায় আচ্ছন্ন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৬

ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা, আকাশ কুয়াশায় আচ্ছন্ন

কুয়াশায় আচ্ছন্ন ঢাকা

রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশায় ঢেকে আছে ঢাকার আকাশ। আজ বুধবার (৩ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর আকাশে সূর্যের দেখা নেই। তাপমাত্রা খুব একটা না কমলেও কুয়াশার কারণে বেড়েছে শীত।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিলো ঢাকায়ও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশা কেটে দেখা মিলছিল সূর্যের। তবে বুধবারের পরিস্থিতি অন্যান্য দিনের চেয়ে ভিন্ন। এই প্রতিবেদন লিখা পর্যন্ত দেখা মিলেনি সূর্যের।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিলো ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের মত শীতে কাবু নগরবাসীও। শীত থেকে বাঁচতে বুধবার সকালে ভারী শীতবস্ত্র পরে অফিসমুখী হয়েছেন নগরের মানুষজন।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ বিঘ্ন হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশের কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানান এ আবহাওয়া অফিস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫