Logo
×

Follow Us

বাংলাদেশ

শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১০০ প্রার্থী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫২

শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১০০ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি আর মাত্র ২ দিন। শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), তরীকত ফেডারেশনসহ বেশ কয়েকটি দলের এবং স্বতন্ত্র অন্তত ১০০ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া নির্বাচনের মাঠে প্রার্থীদের বড় একটি অংশ নির্বাচন থেকে সরে না দাঁড়ালেও মাঠে নিষ্ক্রিয় আছেন।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পর্যন্ত এ প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার চট্টগ্রাম-২ আসন থেকে সরে দাঁড়িয়েছেন তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি জানান, আওয়ামী লীগকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রার্থীদের সরে দাঁড়ানো ও নির্বাচনের মাঠে নিষ্ক্রিয় থাকায় রাজনীতির মাঠে নতুন প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বৃহস্পতিবার বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে আস্থাহীনতায় আছে। আওয়ামী লীগ অন্যায়ভাবে সব দখল করে নেবে কি না, এ নিয়ে ভোটাররা এখনও শঙ্কায় আছে।

নির্বাচনের মাঠে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি হওয়া ২৬টি আসনের বাইরের ১০টি আসনেও প্রার্থীদের সরব প্রচারণা ছিলো না জাতীয় পার্টির।

এছাড়া বিএনএমের ৩টি, তৃণমূল বিএনপির ৪টি আসনের প্রার্থীদের প্রচারণা ছিলো চোখে পড়ার মতো। বাকি দলগুলোর অনেক আসনের ভোটাররাই জানেন না ছোট দলগুলোর প্রার্থীকে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯ আসনে ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ২৮ রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫