Logo
×

Follow Us

বাংলাদেশ

ভোট আয়োজনে কমনওয়েলথ সন্তুষ্ট: ইসি সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১৮:০১

ভোট আয়োজনে কমনওয়েলথ সন্তুষ্ট: ইসি সচিব

সাংবাদিকদের ব্রিফ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি- সংগৃহীত

জাতীয় নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে এ বৈঠক হয়। 

ইসির অতিরিক্ত সচিব বলেন, কমনওয়েলথের প্রতিনিধিদল নির্বাচনের সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছে, আমরা ব্রিফ করেছি। তারা আমাদের ভোট আয়োজনে সন্তুষ্ট।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে অনেকেই ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কিত। কিন্তু ভোটারদের অংশগ্রহণ নিয়ে আমাদের কোনো চ্যালেঞ্জ নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করবে।

অশোক কুমার বলেন, কীভাবে নির্বাচন করছি, কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করছি কি না–এসব প্রতিনিধিদলের সঙ্গে আমাদের কথা হয়েছে। নির্বাচনের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রস্তুতি নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।

তারা জানতে চেয়েছেন ভোটারদের অংশগ্রহণ নিয়ে আমাদের কোনো চ্যালেঞ্জ আছে কি না, আমরা বলেছি সারা দেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। তাদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে অবহিত করা আছে। তাই আমরা আশা করি কোনো রাজনৈতিক কর্মসূচিতে ভোটের মাঠে ভোটারদের অংশগ্রহণ নিয়ে আমাদের চ্যালেঞ্জ নেই।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কমিশনের প্রস্তুতির কথা শুনে তারা আশ্বস্ত হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫