Logo
×

Follow Us

বাংলাদেশ

পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসে মিলল যেসব আলামত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:০০

পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসে মিলল যেসব আলামত

নমুনা সংগ্রহ করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট। ছবি: সংগৃহীত

আগুনে পুরে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১২টার কিছু সময় আগে কমলাপুরে আসার পর কাজ শুরু করে র‌্যাব।

র‌্যাবের একটি বোম ডিসপোজাল ইউনিট পুড়ে যাওয়া কোচগুলো থেকে সংগ্রহ করেন বিভিন্ন নমুনা। ধ্বংসস্তূপের মধ্যে কেমিকেলের অস্তিত্ব, বোতল আর সন্দেহজনক সব কিছুই সংগ্রহ করেন তারা। ঘুরে দেখেন পোড়া বগিগুলো।

এর আগে রাতে কমলাপুর স্টেশনে প্রবেশের কিছুক্ষণ আগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ঘটে অগ্নিকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ মহিদ উদ্দিন।

তিনি জানান, পরিকল্পিত নাশকতার শিকার হয়েছে ট্রেনটি। জড়িতদের খুঁজে বের করে আনা হবে আইনের আওতায়। আর দগ্ধ ৪ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

উল্লেখ্য, বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় যাত্রীরাও ব্যবহার করতেন এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫