Logo
×

Follow Us

বাংলাদেশ

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসিতে কলঙ্ক মোচনের পথে বাংলাদেশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ২১:৫৮

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসিতে কলঙ্ক মোচনের পথে বাংলাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও জেলাখানায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে খুন করা আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে বাংলাদেশ তার কলঙ্ক মোচনের পথে আরেকধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

বরিবার (১২ এপ্রিল) বোয়াফ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ মন্তব্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতিকে বিচারহীনতার অপসংস্কৃতি থেকে বের করে আইনের শাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বর্তমান প্রজন্মের মাঝেও ‘অপরাধের শাস্তি ৪০ বছর পরে হলেও নিশ্চিত’ দৃষ্টান্ত উদাহরণ; ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে।

তিনি আরো বলেন, দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ সময় ধরে খুনি মাজেদ আমাদের বন্ধু প্রতীম দেশ ভারতের কলকাতায় বসবাস করলেও আমরা তাকে খোঁজে বের করতে সক্ষম হইনি কিংবা ভারত সরকারও এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। কিন্তু সপরিবারে বঙ্গবন্ধুর বাকি খুনী আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, মোসলেম উদ্দিন ও রাশেদ চৌধুরীর মত অপরাধীদের খোঁজে বের করতে সরকারের আইনশৃঙ্খলাবাহিনীকে আরও তৎপর হতে সময়ের দাবি হয়ে উঠেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাজমা আক্তার রোজী, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক ইমরান খান শ্রাবন, নুরুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, সদস্য নাইমুর রহমান ইমন, শাহনাজ পারভীন রলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫