শেরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ২১:৪৬

শেরপুরের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ‘সৃজন’ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মেহের খান অপুকে স্থানীয় চিহৃত সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে বর্বর হামলা চালিয়ে মারাত্মক আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের চাপাতলীস্থ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র সৃজন অফিসে এ সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্য রাখেন মেহের খানের স্ত্রী অনিকা ইবনাথ আঁখি।
এসময় তিনি তার লিখিত বক্তব্যে জানায়, এই মাদকাসক্তি কেন্দ্রটি জেলায় ব্যাপক জনপ্রিয়তা ও প্রতিষ্ঠা পাওয়ায় স্থানীয় আমার স্বামী মেহের খান অপুকে হত্যার উদ্দেশে গত ১২ এপ্রিল রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় চিহৃত সন্ত্রাসী সিদ্দিকুর রহমান বিন্দুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সৃজন অফিসে হামলা চালায়।
এ সময় বাড়ির চারপাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে আমার স্বামী ঘুম থেকে উঠে ভবনের নিচে দৌড়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।
এ সময় তিনি তাদের পিছু নিয়ে পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড মোড়ে পৌঁছলে সেখানেই তার উপর লোহার রড দিয়ে হামলা চালিয়ে মারাত্মক জখম ও তার ডান পা ভেঙ্গে দেয়।
এ ঘটনায় তার স্ত্রী পুলিশকে ফোন করে বিষয়টি জানালে সদর থানার পুলিশ রাত একটার দিকে বাসস্ট্যাড থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে শেরপুর সদর থানায় ৬ জনকে আসামী করে একটি বাড়ি-ঘরে হামলা ও হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
তাই হামলায় অংশ নেয়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।