তাইওয়ান নিয়ে উসকানি না দেয়ার আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:২৯

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি- সাম্প্রতিক দেশকাল
তাইওয়ান নিয়ে উসকানি না দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গতকাল সোমবার (১৫ জানুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় এই আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ তাইওয়ানের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। আমরা এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছি এবং সব পক্ষকে যেকোনো ধরনের অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে জাতিসংঘ সনদ অনুযায়ী এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জাতিসংঘ সনদের চেতনায় এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করতে এবং কোনো ধরনের অযৌক্তিক উসকানি না দিতে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।