Logo
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১৬:৫৬

ঠাকুরগাঁওয়ে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের মারপিট করে টাকা লুটের সময় ৪ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার লাহিড়ী হাটে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান।

আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলা শহরের রাহাত (১৯), সুমন (২৮), গ্রিনলাইনপাড়ার আবু সালেক (২৪) ও গোয়ালগারী গ্রামের সবুর (২২)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি হাবিবুল হক প্রধান বলেন, জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় বিকেল ৫টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। সে সময় অনুযায়ী লাহিড়ী হাটে ব্যবসায়ীরা দোকান করছিলেন।

বিকেল ৩টার দিকে ৭-৮টি মোটরসাইকেলে করে একদল যুবক লাহিড়ী হাটে প্রবেশ করে এবং তারা নিজেদের ডিবি পুলিশ দাবি করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বলে।

কিন্তু ব্যবসায়ীরা দোকান বন্ধ করতে না চাইলে ওই উশৃঙ্খল যুবকরা লাঠিসোটা দিয়ে হাটের ব্যবসায়ীদের বেধড়ক মারপিট শুরু করে। এতে ব্যবসায়ীরা দোকানপাট ফেলে রেখে পালিয়ে যায়।

এ সময় ওই যুবকরা ব্যবসায়ীদের দোকানের ভেতরে রাখা টাকা লুট করে নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন রাহাত, সুমন, আবু সালেক ও সবুজ মিঞাকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে ঘটনাস্থল থেকে ওই ৪ জন যুবককে আটক করে থানায় আনা হয়।

এ দিকে ঘটনার পর ঘটনাস্থলে শত শত মানুষ ছুটে আসে। জনসমুদ্রে পরিণত হয় লাহিড়ীহাট। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

লাহিড়ীহাটের ব্যবসায়ী সাবুল ইসলামসহ বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, ৭টি মোটরসাইকেলে দুইজন করে ১৪ জন যুবক লাঠিসোটা নিয়ে আকস্মিকভাবে বাজারে এসে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করে দোকান বন্ধ করতে।

রাজি না হলে তারা ব্যবসায়ীদের বেধড়ক পেটায় এবং তারা অনেক ব্যবসায়ীর দোকানে থাকা টাকা লুট করে নিয়ে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় ৪ জনকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন  বলেন, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি ডিবি পুলিশ পরিচয়ে ১০ থেকে ১৪ জন যুবক ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করে দোকান বন্ধ করার জন্য। এতে ব্যবসায়ীরা রাজি না হলে ওই যুবকরা ব্যবসায়ীদের মারপিট করে টাকা লুট করে পালানোর সময় স্থানীয় লোকজন ৪জনকে আটক করে পুলিশে দেয়।

তিনি বলেন, জেলা লকডাউন করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ না ছাড়ায় এ জন্য আমি, পুলিশ ও সেনাবাহিনী নিয়মিত ব্যবসায়ীসহ সাধারণ মানুষদের সাথে ভাল আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, সেখানে এ ধরনের ঘটনা আসলেই দুঃখজনক। আটক যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি হাবিবুল হক প্রধান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫