Logo
×

Follow Us

বাংলাদেশ

হাফ ভাড়া না নেওয়ায় পাঁচ বাস আটকে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১২:৪২

হাফ ভাড়া না নেওয়ায় পাঁচ বাস আটকে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

পাঁচটি বাস আটকে রেখেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

হাফ ভাড়া না নেওয়ার অভিযোগে ভিআইপি ও বিকাশ পরিবহনের পাঁচটি বাস আটকে রেখেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাসগুলো আটকে কলেজের পাশে এক গলিতে নিয়ে যান শিক্ষার্থীরা।

আটকে রাখা পাঁচটি বাসের মধ্যে দুইটি বিকাশ পরিবহনের এবং তিনটি ভিআইপি সিটি সার্ভিসের।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের সামনের রাস্তা দিয়ে বাসগুলো চলাচল করলেও তারা অনেক সময় হাফ ভাড়া নিতে চায় না। এমনকি শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। হাফ ভাড়া দিতে চাইলে বাসের মধ্যে অন্য যাত্রীদের সামনে নানানভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হয়। তাই তারা বাধ্য হয়ে বাস আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা পাঁচটি বাস আটকে রেখেছে। বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।

তিনি বলেন, নিউমার্কেট থানা পুলিশের কর্মকর্তা এবং দু্ইটি বাসের সংশ্লিষ্ট লাইনম্যান ঘটনাস্থলে এসেছেন। সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫